শিরোনাম

নাটোর, ১৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : নাটোরের বড়াইগ্রামে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার জোনাইল এম এল উচ্চ বিদ্যালয়ে ঢাকাস্থ বড়াইগ্রাম উপজেলা সমিতি এই ক্যাম্প আয়োজন করে।
সমিতির সভাপতি সাবেক সিভিল সার্জন ডা. শামস্ উদ্দিন সকালে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পের উদ্বোধন করেন। বড়াইগ্রাম উপজেলা সমিতির নেতৃবৃন্দ এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।
মেডিকেল ক্যাম্পে সাবেক সিভিল সার্জন ডা. শামস্ উদ্দিন ছাড়াও অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. এটিএম শাফায়েত শামস রকি, মেডিসিন বিশেষজ্ঞ ডা. আসিবুল ইসলাম তানভীর ও গাইনী বিশেষজ্ঞ ডা. মুশফিকা সুলতানা ছিলেন। তারা সহস্রাধিক হতদরিদ্র মানুষকে বিনামূল্যে প্রাথমিক পরীক্ষা ও ব্যবস্থাপত্র প্রদান করেন।
এছাড়া স্কুলের শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ের লোকজনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।