বাসস
  ১৩ নভেম্বর ২০২৫, ১৫:৪৬

লালমনিরহাটে আওয়ামী লীগের ১৭ নেতা-কর্মী গ্রেপ্তার

ছবি: বাসস

লালমনিরহাট, ১৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : লালমনিরহাটে গত দুই দিনের বিশেষ অভিযানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের ১৭ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে সংশ্লিষ্ট থানাগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ (ওসি) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে নাশকতার আশঙ্কা ও জেলার কালীগঞ্জ উপজেলার ভুল্যারহাটে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের পর থেকে পাঁচ উপজেলায় এই অভিযান চালানো হয়।

এর মধ্যে কালীগঞ্জ উপজেলায় ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলায় দায়ের করা হয়েছে। এছাড়া গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পূর্বের সন্ত্রাসবিরোধী ও নাশকতা আইনে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

অভিযানে লালমনিরহাট সদর উপজেলা থেকে ৪ জন, পাটগ্রাম থেকে ১ জন, হাতীবান্ধা থেকে ৬ জন, কালীগঞ্জ থেকে ২ জন এবং আদিতমারী উপজেলা থেকে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান সোহেল, কালীগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও আদিতমারী উপজেলার বাসিন্দা আজিজুল ইসলাম, লালমনিরহাট সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নারায়ণ রায়, তুষভান্ডার ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য গোলজার হোসেন, সদর উপজেলার হারাটী ইউনিয়নের যুবলীগ কর্মী জাহেদুল ইসলাম, মহেন্দ্রনগর ইউনিয়নের যুবলীগ কর্মী সিরাজুল ইসলাম ওরফে সেরাসহ আরও দশজন। 

লালমনিরহাট পুলিশ সুপার (এসপি) মো. তরিকুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে। অপরাধীদের বিরুদ্ধে অভিযান চলবে।