শিরোনাম

মাগুরা,১২ নভেম্বর, ২০২৫(বাসস):জেলায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের শহীদ মিনার চত্বরে কলেজ ছাত্রদলের উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন কলেজ ছাত্রদলের সভাপতি। এতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ দিনটি জাতীয় ঐক্য ও দেশপ্রেমের প্রতীক হিসেবে স্মরণীয় হয়ে আছে। বক্তারা জাতীয় জীবনে এ দিবসের চেতনাকে ধারণ করে গণতন্ত্র ও জাতীয় সংহতি শক্তিশালী করার আহ্বান জানান।