শিরোনাম

বাগেরহাট, ১০ নভেম্বর, ২০২৫ (বাসস): সুন্দরবনে নৌকাডুবির তিন দিন পর নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
আজ সোমবার সকাল ৭টার দিকে কোস্টগার্ড মোংলার সাইলো জেটি সংলগ্ন এলাকায় ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে। পরে সকাল ১০টায় কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গত শনিবার (৮ নভেম্বর) ১৪ জন পর্যটক সুন্দরবনের করমজল ভ্রমণের উদ্দেশ্যে একটি জালি বোটে যাত্রা শুরু করেন। দুপুর ১টার দিকে বোটটি সুন্দরবনের ঢাংমারি খাল সংলগ্ন এলাকায় পৌঁছালে প্রবল ঢেউয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। স্থানীয় বোটের সহায়তায় ১৩ জন পর্যটককে জীবিত উদ্ধার করা হলেও ১ জন নিখোঁজ ছিলেন। পরবর্তীতে বোটে থাকা এক ব্যক্তি বিষয়টি কোস্টগার্ডকে অবগত করেন।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড মোংলা ও স্টেশন হারবারিয়া থেকে দুইটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ পর্যটকের সন্ধানে অভিযান শুরু করে।
টানা তিন দিনের ধারাবাহিক তল্লাশির পর আজ সকাল ৭টায় কোস্টগার্ড মোংলার সাইলো জেটি সংলগ্ন এলাকায় ভাসমান অবস্থায় নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার করে। মৃতদেহ পরবর্তীতে চাঁদপাই নৌ পুলিশ ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, পর্যটকদের সুরক্ষা ও ঝুঁকিমুক্ত ভ্রমণ নিশ্চিতে বাংলাদেশ কোস্টগার্ড সর্বদা তৎপর রয়েছে।