শিরোনাম

খুলনা, ১০ নভেম্বর, ২০২৫ (বাসস) : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা বিভাগের বিভিন্ন জেলায় অভিযান চালিয়েছে।
এ সময় অতিরিক্ত দামে পণ্য বিক্রি ও অবৈধভাবে খাদ্যদ্রব্য উৎপাদনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ১০টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ ৪১ হাজার টাকা জরিমানা করেছে।
গতকাল রোববার এ অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ৮টি পর্যবেক্ষণ দল খুলনা, যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, সাতক্ষীরা, মাগুরা এবং অন্যান্য জেলায় একযোগে এসব অভিযান পরিচালনা করে। এ সময় তারা চাল, ভোজ্যতেল, গ্যাস, শাকসবজি, ডিম এবং ওষুধের মতো প্রয়োজনীয় পণ্যের দাম ও ক্রয় ভাউচার যাচাই করেন।
খুলনা মহানগরীর দৌলতপুর এলাকায় সহকারী পরিচালক দিনারা জামান ও প্রণব কুমার প্রামাণিকের নেতৃত্বে অভিযানপরিচালিত হয়। এ সময় অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদন ও অনুপযুক্ত লেবেলিং’র জন্য বেশ কয়েকটি রেস্টুরেন্ট ও দোকানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যান্য জেলার টিমগুলোর মধ্যে ঝিনাইদহে ২৫ হাজার টাকা, সাতক্ষীরায় ২০ হাজার টাকা, মাগুরায় ১০ হাজার টাকা, কুষ্টিয়ায় ৮ হাজার টাকা, যশোরে ৫ হাজার টাকা এবং খুলনা জেলায় ৬২ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম বাসসকে বলেন, সরকার-নির্ধারিত হারের চেয়ে বেশি দাম আদায়ের বিরুদ্ধে কর্মকর্তারা ব্যবসায়ীদের সতর্ক করেন।
একইসঙ্গে মূল্য তালিকা দৃশ্যমানভাবে প্রদর্শন ও সঠিক বিক্রয় রেকর্ড বজায় রাখার নির্দেশ দেন।
এছাড়া অভিযান চলাকালীন ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মান বজায় রাখার ও ভবিষ্যতে শাস্তিমূলক ব্যবস্থা এড়াতে ভোক্তা সুরক্ষা আইন মেনে চলার পরামর্শ দেওয়া হয়।