শিরোনাম

খুলনা, ১০ নভেম্বর, ২০২৫ (বাসস) : খুলনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ হারুনুর রশিদের ব্যক্তিগত সহকারী দীপ পান্ডেকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল রোববার রাতে নগরীর ফরাজিপাড়া এলাকা থেকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে।
খুলনা নগর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ দল অভিযান চালিয়ে দীপ পান্ডেকে গ্রেপ্তার করে। তিনি আগামী ১৩ নভেম্বর রাজধানীতে সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ডের আগে ছাত্রলীগের কর্মীদের পুনর্গঠনের চেষ্টা করছিলেন বলে অভিযোগ রয়েছে।
এ ডিবি কর্মকর্তা বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, দীপ পান্ডে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন এবং নাশকতার পরিকল্পনা করার জন্য গোপন বৈঠক করছিলেন। গ্রেপ্তারকৃত দীপকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছে। আজ সোমবার তাকে আদালতে হাজির করা হবে।