শিরোনাম

বাগেরহাট, ৯ নভেম্বর, ২০২৫ (বাসস) : জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নের লক্ষ্যে বাগেরহাটের রামপাল উপজেলায় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার রাতে রামপাল উপজেলার স্থানীয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য কৃষিবিদ শামীমুর রহমান শামীম।
তিনি বলেন, সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গঠন, সবার জন্য নিরাপদ কর্মসংস্থান নিশ্চিত করা এবং উৎপাদন ও উন্নয়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করাই বিএনপির মূল অঙ্গীকার।
তিনি আরো বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের রোষানলে ৭ বার জেল খাটতে হয়েছে আমাকে। ৯ বছর কারাভোগে সহধর্মিণী, খালা ও আপন সহোদরের মৃত্যুতে প্যারোলেও মুক্তি দেয়নি। তিনবার গুলিবিদ্ধসহ সিআইডি অফিসে ২৭ বার নির্মম নির্যাতন সহ্য করে এই দিনটির স্বপ্ন দেখেছিলাম। ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করে দেশ ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালন করে বাংলাদেশকে নিয়ে যাবো অনন্য উচ্চতায়।’
রামপাল উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু এবং সাংগঠনিক সম্পাদক মো. আলামিন হাওলাদার। এ সময় উপজেলার ১০টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।