বাসস
  ০৫ নভেম্বর ২০২৫, ১৬:৫৭

মুন্সীগঞ্জে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

আজ মুন্সীগঞ্জে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা। ছবি : বাসস

মুন্সীগঞ্জ, ৫ নভেম্বর, ২০২৫ (বাসস) : মুন্সীগঞ্জের সিরাজদিখানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, পণ্যের মূল্য তালিকা না থাকা ও ভেজাল পণ্য বিক্রির দায়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।  

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আজ বুধবার উপজেলার তালতলা বাজারে অভিযান চালায়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা শাখা কার্যালয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অধিদপ্তর আজ তালতলা বাজার মনিটরিং করে। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জর্দার রঙয়ের সঙ্গে ননফুডগ্রেড টেক্সটাইল রঙ বিক্রির দায়ে কুণ্ডু স্টোরের মালিক লিটন কুণ্ডুকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পণ্য সামগ্রীর মূল্য তালিকা প্রদর্শন না করায় লোকমান স্টোরের মালিক লোকমান হোসেনকে ১ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ওলিউল্লাহ স্টোরের মালিক মো. আসলামকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। তাকে সহযোগিতা করেন সিরাজদিখান উপজেলার স্যানেটারি ইন্সপেক্টর মো. শাহ আলম মিয়া।