বাসস
  ০৫ নভেম্বর ২০২৫, ১৬:৫৫

ভোলা-১ আসনে দলীয় প্রতীকে নির্বাচনী প্রচারে বিজেপি

ছবি : বাসস

ভোলা, ৫ নভেম্বর, ২০২৫ (বাসস) : ভোলা-১ (ভোলা সদর) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

তার ঘোষণার পর আজ বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে দলের কর্মীসমর্থকরা দলীয় প্রতীক গরুর গাড়ি মার্কার প্রচারণা চালান ও র‌্যালি করেন। ওই আসনে বিএনপি থেকে জোটের মনোনয়নের সিগন্যাল না পায়নি দলটি। পরে সোমবার সন্ধ্যায় ভিডিও কলের মাধ্যমে গরুর গাড়ি মার্কা নিয়ে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেন পার্থ।

বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভোলা সদর-১ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। এবারো এ আসনটি পুনরুদ্ধার করতে চান তিনি। সে লক্ষ্যে সকালে শহরের নতুন বাজার বিজেপির জেলা অফিসের সামনে থেকে গরুর গাড়ি প্রতীকের পক্ষে নির্বাচনী প্র্রচারণা শুরু করেন দলের কয়েক হাজার কর্মীসমর্থক।

দলীয় সূত্র জানায়, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সকাল থেকেই জেলা কার্যালয়ের সামনে এসে জড়ো হয়। পরে সাড়ে ১১টার দিকে একটি র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এ সময় নেতাকর্মীরা গরুর গাড়ি মার্কাসহ বিভিন্ন শ্লোগান দিয়ে দলকে চাঙ্গা করে নির্বাচন করার জানান দেয়। 

র‌্যালি শেষে এক পথসভায় দলের জেলা সাধারণ সম্পাদক আলহাজ্ব মোতাছিম বিল্লাহ নেতাকর্মীদের আশ্বস্ত করে বলেন, আপনারা কেউ ভেঙ্গে পড়বেন না, এ আসনে বিজেপির দলীয় প্রতীক গরুর গাড়ি মার্কায় নির্বাচন করবেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিজেপির সাধারণ সম্পাদক আবুল বাশার বুলবুল, জেলা যুব সংহতির আহ্বায়ক নূরে আলম ছিদ্দিক টিটু, সদস্য সচিব আনোয়ার হোসেন, জেলার সেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক মো. গোলাম হোসেন, জেলা শ্রমিক পার্টির সভাপতি আলহাজ্ব জামাল উদ্দিন চকেট, জেলা ছাত্র সমাজের সভাপতি মানষ ঘোষ শান্তসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোলা-১ আসনে দলীয় সম্ভাব্য প্রার্থী হিসেবে ভোলা জেলার আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীরের নাম ঘোষণা করেন।