বাসস
  ০৫ নভেম্বর ২০২৫, ১৬:৪২

বাংলাদেশ-মেক্সিকোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতায় জোর দিলেন রাষ্ট্রদূত

ছবি : সংগৃহীত

ঢাকা, ৫ নভেম্বর, ২০২৫ (বাসস): মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন। 

সম্প্রতি দেশটির কোয়েরেটারো রাজ্য সফরকালে তিনি বাণিজ্য, বিনিয়োগ, ওষুধ শিল্প ও উৎপাদন খাতে সহযোগিতার সম্ভাবনার কথা তুলে ধরেন।

আজ বুধবার এক বার্তায় জানানো হয়, মেক্সিকান কাউন্সিল ফর ফরেন ট্রেড (সিওএমসিই) এবং কোয়েরেটারো রাজ্য সরকারের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ৩১তম মেক্সিকান ইন্টারন্যাশনাল ট্রেড কনগ্রেস-এ যোগ দিতে রাষ্ট্রদূত গত ২৯ থেকে ৩০ অক্টোবর এই সফর করেন।

সফরকালে রাষ্ট্রদূত আনসারী কোয়েরেটারোর অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারো মন্টেস দিয়াজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে দুই দেশের ব্যবসায়িক সংগঠনগুলোর মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারত্ব এবং নতুন সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

রাষ্ট্রদূত কোয়েরেটারো আর্ট মিউজিয়ামে একটি নেটওয়ার্কিং অভ্যর্থনা অনুষ্ঠানেও যোগ দেন। সেখানে তিনি গভর্নর মাউরিসিও কুরি, সিওএমসিই’র এক্সিকিউটিভ প্রেসিডেন্ট সার্জিও কনট্রেরাস এবং বিজনেস কো-অর্ডিনেশন কাউন্সিলের প্রেসিডেন্ট ফ্রান্সিসকো সার্ভান্তেস দিয়াজের সঙ্গে মতবিনিময় করেন।

পরে তিনি ট্রেড কংগ্রেসের আনুষ্ঠানিক উদ্বোধনে অংশগ্রহণ করেন। এই আয়োজনে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যবসায়িক নেতারাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কোয়েরেটারো কীভাবে শিল্প উদ্ভাবন ও ‘নিয়ারশরিং’ (কাছের দেশে উৎপাদন স্থানান্তর)-এর গুরুত্বপূর্ণ কেন্দ্রে হিসেবে গড়ে উঠছে তা তুলে ধরা হয়।

বাংলাদেশ দূতাবাস দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্বের ক্রমবর্ধমান সম্ভাবনার কথা তুলে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।