শিরোনাম

বান্দরবান, ৫ নভেম্বর ২০২৫ (বাসস): জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজারে অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে গেছে।
মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে বাজারের পূর্ব পার্শ্বে হাফেজখানা সংলগ্ন মার্কেটে এ অগ্নিকাণ্ড ঘটে।
পুড়ে যাওয়া দোকান গুলোর মধ্যে রয়েছে, শহিদুল্লাহর মুদি দোকান, জসিম উদ্দীনের রাবারের গুদাম, ধলু মিয়ার চায়ের দোকান, নুরুল আলমের কুলিং কর্নার, আবদুর শুক্কুরের ফার্নিচার দোকান, শহিদুল্লাহর মালামালের গুদাম এবং জসিম উদ্দীনের চাউলের গুদাম।
প্রত্যক্ষদর্শী বাজার প্রহরী হাকিম আলী জানান, তিনি প্রথমে জসিম উদ্দীনের রাবারের গুদামে আগুন দেখতে পান এবং সঙ্গে সঙ্গে বাজার কমিটিকে খবর দেন। পরে মসজিদের মাইকে ঘোষণা দিলে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীরা আগুন নেভাতে এগিয়ে আসেন।
খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পায় বাজারের অন্যান্য দোকান।
বাজার কমিটির সভাপতি আবদুল করিম জানান, প্রাথমিকভাবে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নাইক্ষ্যংছড়ি ফায়ার সার্ভিসের ইনচার্জ শাহিদুল আলম বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, ‘ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে তাদের পুনর্বাসনে সহায়তার উদ্যোগ নেওয়া হবে।’