বাসস
  ০৫ নভেম্বর ২০২৫, ১৫:৫০

খুলনায় ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

ধর্ষণের অভিযোগে মো. রাসেল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : বাসস

খুলনা, ৫ নভেম্বর, ২০২৫ (বাসস): খুলনায় এক নারীকে ধর্ষণের অভিযোগে মো. রাসেল (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার বিকেলে নগরীর লবণচরা থানাধীন বান্দাবাজার ইব্রাহিমা মাদ্রাসা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রাসেল খুলনা মহানগরীর লবণচরা বান্দাবাজার এলাকার ভাড়াটিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একইদিন দুপুরে বান্দাবাজার ইব্রাহিমা মাদ্রাসা এলাকায় ওই নারীর বাড়িতে কেউ না থাকার সুযোগে রাসেল বাড়ি ঢুকে তাকে ধর্ষণ করে। বিষয়টি স্থানীয়রা টের পেলে তাকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করে।

বিষয়টি নিশ্চিত করে লবণচরা থানার ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম জানান, ওই নারীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভিকটিমের পরিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে। গ্রেপ্তার রাসেলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাসস/এনডি/সংবাদদাতা/১৫১৯/টিকে