বাসস
  ০৫ নভেম্বর ২০২৫, ১৫:৪৯

সাতক্ষীরায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

সাতক্ষীরায় জাতীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত সিলভার জুবিলি মডেল প্রাথমিক বিদ্যালয়ের ১৩ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ছবি: বাসস

সাতক্ষীরা, ৫ নভেম্বর, ২০২৫ (বাসস): সাতক্ষীরায় জাতীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত সিলভার জুবিলি মডেল প্রাথমিক বিদ্যালয়ের ১৩ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

আজ বুধবার সকালে শিল্পকলা একাডেমিতে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোজাফফর রহমান, ব্যবসায়ী আলহাজ্ব আবুল কালাম বাবলা, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের ইন্সট্রাক্টর কৃপা চর্যা মণ্ডল, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপি প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক চায়না ব্যানার্জি।

শিক্ষার্থী আবরার আহমেদ আরাফ ও জারিনা শোভার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্য শিক্ষার্থীদের পরিবেশনায় পরিবেশিত হয় মনোমুগ্ধকর আবৃত্তি, নৃত্য, অভিনয় ও গান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে জাতীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীদের সংবধর্না দেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।