শিরোনাম

বান্দরবান, ৪ নভেম্বর ২০২৫ (বাসস): জেলার থানচি উপজেলায় আজ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে শীতকালীন রবি ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
আজ মঙ্গলবার বেলা ১১টায় থানচি উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে কৃষকদের মধ্যে এসব বীজ ও সার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ওয়ালিদ হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস কে জহির উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অ.দা.) লিটু চট্টোপাধ্যায়, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার জমিরউদ্দিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা অমিত দে, টুটন ভট্টাচার্য, উওয়াইমং মারমা, উক্তম মারমা ও মংচপ্রু মারমা প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, ফেলন, অড়হর ও বোরো ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে এসব বীজ ও সার বিতরণ করা হয়।
এ অনুষ্ঠানে সরিষা চাষে ৬০ জন, ফেলন চাষে ২০ জন, সূর্যমুখী চাষে ২০ জন, অড়হর চাষে ৪০ জন, চিনাবাদাম চাষে একশ’ জন এবং বোরো ধান চাষে ২০ জন কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ করা হয়।
এছাড়া প্রত্যেক কৃষককে নির্দিষ্ট পরিমাণে ডিএপি ও এমওপি সারসহ ফসলভেদে বীজ প্রদান করা হয়।