বাসস
  ০৪ নভেম্বর ২০২৫, ১৪:৩৩

হবিগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত, আহত ২০

হবিগঞ্জ, ৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

গুরুতর আহতদের হবিগঞ্জ ও মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেজেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা।

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে মহাসড়কের উপজেলার কদমতলীতে সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহনের একটি বাসের সঙ্গে কুমিল্লা থেকে আসা রয়েল পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ২ জনের মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। গুরুতর আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে আরও ১ জন মারা যায়।

ওসি জানিয়েছেন নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের অনেকেরই হাত-পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।