বাসস
  ০৩ নভেম্বর ২০২৫, ১৬:৪২

নীলফামারীতে তারুণ্যের উৎসবে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

নীলফামারীতে তারুণ্যের উৎসবে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ। ছবি: বাসস

নীলফামারী, ৩ নভেম্বর, ২০২৫ (বাসস): জেলায় আজ তারুণ্যের উৎসব ও পবিত্র ঈদ-ই মিলাদুন্নবি উপলক্ষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। 

আজ সোমবার দুপুরে জেলা সরকারি গ্রন্থাগার মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব পুরস্কার বিতরণ করা হয়।  

জেলা সরকারি গ্রন্থাগারের আয়োজনে এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র। 

গ্রন্থাগারের সহকারী লাইব্রেরীয়ান সহিদুল হকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আতাউল গণি ওসমানী প্রমুখ।

নীলফামারী সরকারি গ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান সহিদুল হক জানান, তারুণ্যের উৎসব ও পবিত্র ঈদ-ই মিলাদুন্নবি উপলক্ষে প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যায় পর্যন্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ওই প্রতিযোগিতায় বিজয়ী ১৬ জন শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।