বাসস
  ০৩ নভেম্বর ২০২৫, ১৫:৫৯

সিলেটে সেনাবাহিনীর সহায়তায় বিস্ফোরক দ্রব্য নিষ্ক্রিয়

ছবি: সংগৃহীত

সিলেট, ৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : সুনামগঞ্জ সীমান্ত থেকে উদ্ধার ডেটোনেটর ও বিস্ফোরক দ্রব্য সিলেটে নিষ্ক্রিয় করা হয়েছে। 

আজ সোমবার সকালে বাংলাদেশ সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সহায়তায় এসব বিস্ফোরক দ্রব্য নিষ্ক্রিয় করা হয়। এর মধ্যে রয়েছে ২৫০ গ্রাম ওজনের উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক দ্রব্য ও ২টি ডেটোনেটর। 

সীমান্তের নিরাপত্তা ও সীমান্তবর্তী জনগণের কথা বিবেচনা করে দূরবর্তী স্থানে সিলেটের কোম্পানীগঞ্জের তেলিখাল এলাকায় এসব দ্রব্য নিষ্ক্রিয় করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর রাতে বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি)- আভিযানিক দল সুনামগঞ্জের ছাতকের সীমান্তবর্তী ছনবাড়ী বাজারে অভিযান চালিয়ে বালির স্ত’পের নিচ থেকে এগুলো উদ্ধার করে। এ সময় একটি বিদেশি রিভলবারও উদ্ধার করা হয়।

সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করতে ও নাশকতার উদ্দেশে এ ধরনের অস্ত্র ও বিস্ফোরক বাংলাদেশে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিজিবির গোয়েন্দা তৎপরতার কারণে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যের চোরাচালান প্রতিহত করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও বিজিবির তৎপরতা অব্যাহত থাকবে।