শিরোনাম

দিনাজপুর, ৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : দিনাজপুরের বিরামপুর উপজেলা সমাজসেবা দপ্তরের উদ্যোগে ১২ জন ভিক্ষুকের মধ্যে বিনামূল্যে ৩টি করে মোট ৩৬ টি ছাগল বিতরণ করা হয়েছে।
আজ সোমবার দুপুরে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাগলগুলো বিতরণ করেন।
এ সময় তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ভিক্ষুকদের স্বাভাবিক জীবনযাপনের জন্য পুনর্বাসন প্রকল্প গ্রহণ করেছে। এ প্রকল্পের আওতায় বিরামপুর উপজেলায় ভিক্ষুকদের মধ্যে বিনামূল্যে ছাগল বিতরণ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু করা হলো।
দিনাজপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল মতিন বলেন, জেলার ১৩ উপজেলার ১০৩ ইউনিয়নে ২০৬ জন ভিক্ষুকের প্রত্যেককে ৩টি করে মোট ৬৩৬টি ছাগল বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজ বিরামপুর উপজেলার মধ্য দিয়ে ছাগল বিতরণ কার্যক্রম শুরু করা হলো।
তিনি বলেন, চলতি মাসের মধ্যেই জেলায় সবকটি উপজেলাতেই এই ছাগল বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হবে।
ছাগল বিতরণের সময় উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল আউয়াল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রোকনুজ্জামান, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, বিনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির বাদশা, জোতবানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মণ্ডল প্রমুখ।
ছাগল পাওয়া ৬০ বছরের জমিলা বেওয়া বলেন, আমার স্বামী ৭ বছর আগে ৩ সন্তান রেখে মারা গেছেন। আমার ৩ সন্তানই অতি দরিদ্র। তারা শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করে। এ কারণে আমি ভিক্ষা করি। সরকারিভাবে ছাগলগুলো পেয়ে খুব ভালো লাগছে। ছাগল প্রতিপালন করে আগামী দিনগুলোতে জীবিকা নির্বাহ করতে পারবো।