শিরোনাম

ফেনী, ৩ নভেম্বর ২০২৫ (বাসস) : জেলার ছাগলনাইয়া উপজেলায় ইয়ূথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) এর ৩ দিনব্যাপী তরুণ নেতৃত্ব বিকাশ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর আয়োজনে ছাগলনাইয়া পৌর শহরের ফুডজোন চাইনিজ রেস্টুরেন্টে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ শেষে আজ সোমবার দুপুরে এ অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক ছাগলনাইয়া পৌর মেয়র ও পিএফজির অ্যাম্বাসেডর মো. আলমগীর বিএ প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন।
পিএফজির কো-অর্ডিনেটর কামরুল হাসান লিটনের সভাপতিত্বে এবং পিএফজির সদস্য ও সুজনের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল চৌধুরীর সঞ্চালনায় এতে অতিথি ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলা সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ শেখ কামাল।
এতে বক্তব্য দেন, হাঙ্গার প্রজেক্টের এরিয়া কো-অর্ডিনেটর রাসেল আহামেদ, ট্রেইনার মো. মনিরুজ্জামান, ফিল্ড কো-অর্ডিনেটর খোদেজা বেগম, ইয়ূথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের সমন্বয়ক মিরাজ হোসেন ও সদস্য বৈশাখী দাশ।
পিএফজির কো-অর্ডিনেটর কামরুল হাসান লিটন জানান, ৩ দিনব্যাপী তরুণ নেতৃত্ব বিকাশ বিষয়ক প্রশিক্ষণে মোট ২০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। সংঘাত নয়, শান্তি চাই এই প্রতিপাদ্য নিয়ে সংগঠনটি এর আগেও নানা কর্মসূচি পালন করে।