বাসস
  ০৩ নভেম্বর ২০২৫, ১৩:৫৪

পটিয়ায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রাম (দক্ষিণ), ৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের পটিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।

আজ সোমবার সকাল ৯টার দিকে পটিয়া মনসা বাদমতলের নয়াহাট শাহ আমানত সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফজিলাতুন্নেছা (২৮) মাগুরা জেলার মহেশপুর থানার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম আলিমুজ্জামান সুজন।

জানা গেছে, স্বামীর মোটরসাইকেলে করে ফজিলাতুন্নেছা ও তাদের শিশুসন্তানসহ কক্সবাজার যাচ্ছিলেন। পটিয়ার নয়াহাট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি হঠাৎ ব্রেক করে। নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলে থাকা তিনজনই পড়ে যান। এতে ঘটনাস্থলেই ফজিলাতুন্নেছার মৃত্যু হয়।

তথ্য নিশ্চিত করে পটিয়া হাইওয়ে থানার সার্জেন্ট ওয়াসিম আরাফাত জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। মরদেহ হাসপাতালে রাখা হয়েছে।