বাসস
  ০৩ নভেম্বর ২০২৫, ১২:০০

বাবাকে হত্যার দায়ে ছেলে গ্রেপ্তার

চট্টগ্রাম (দক্ষিণ), ৩ নভেম্বর, ২০২৫ (বাসস) :সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বাবাকে হত্যার দায়ে ছেলে মো. আনোয়ারকে (৪০) গ্রেপ্তার করেছে পিবিআই চট্টগ্রাম মেট্রো পুলিশ ইউনিট।

গতকাল রোববার গ্রেপ্তার আনোয়ারকে আদালতে হাজির করা হলে তিনি বাবাকে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। 

এর আগে শনিবার বাঁশখালী থানাধীন চাম্বল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নিহত মীর মজিবুর রহমান খান (৭০) নগরের কোতোয়ালী থানার বাসিন্দা ছিলেন।

পিবিআই চট্টগ্রাম মেট্রো ইউনিট প্রধান পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান বলেন, সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে ২০২৪ সালের ৭ জুন সকালে মীর মজিবুর রহমানকে বাড়ি থেকে অপহরণ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর মেয়ে আদালতে ফৌজদারি দরখাস্ত দায়ের করলে আদালত পিবিআইকে মামলার তদন্তের নির্দেশ দেন। পরে তদন্তে হত্যার ঘটনার প্রমাণ পেয়ে ছেলে আনোয়ারকে গ্রেপ্তার করে পিবিআই। তাকে আদালতে হাজির করা হয়। 

আদালতে দেওয়া স্বীকারোক্তিতে আনোয়ার বলেন, সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের জেরেই তিনি বাবা মীর মজিবুর রহমান খানকে হত্যা করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টগ্রাম মেট্রো ইউনিট উপপরিদর্শক (এসআই) নাজমুল আলম বলেন, আনোয়ারসহ কয়েকজন আসামি পূর্বপরিকল্পিতভাবে এক নারীকে ব্যবহার করে ভুক্তভোগী মীর মজিবুর রহমান খানকে ফুসলিয়ে অপহরণ করে নিয়ে যান। পরে বাসায় নিয়ে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে অজ্ঞান করে। পরে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যা করে। এরপর লাশ গুমের চেষ্টা করা হয়।