শিরোনাম

দিনাজপুর, ১ নভেম্বর, ২০২৫(বাসস): হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) এর দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানের সনদপত্র স্বাক্ষর কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার দুপুর আড়াই টায় হাবিপ্রবি'র জনসংযোগ বিভাগের পরিচালক মো. খাদেমুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন,আজ দুপুর দুই টায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি কার্যালয়ের অডিটোরিয়ামে সনদপত্র স্বাক্ষর কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ভিসি অধ্যাপক ড.মো. এনামুল্যাহ। বহুল প্রত্যাশিত হাবিপ্রবি'র দ্বিতীয় সমাবর্তন আগামী ২২ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সমাবর্তন অনুষ্ঠান সুষ্ঠু ভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি মূলক কার্যক্রম শুরু করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ লক্ষ্যে হাবিপ্রবি'র গঠিত বিভিন্ন কমিটি ও উপ-কমিটি গুলো নিরলস ভাবে কাজ চালিয়ে যাচ্ছে।
উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, বিজনেস স্টাডিজ অনুষদের ডীন প্রফেসর মো. মামুনার রশিদ. রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস.এম. এমদাদুল হাসান, সনদপত্র প্রস্তুত উপ- কমিটির আহ্বায়ক প্রফেসর ড. শেখ মো. মোবারক হোসেন, সদস্য সচিব প্রফেসর ড. মো. হাফিজুর রহমান হাফিজ, সদস্য প্রফেসর ড. আবু খায়ের মোহাম্মদ মুক্তাদিরুল বারী চৌধুরী, কৃষক সেবা কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মো. ফারুক হাসান, কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক প্রফেসর ড. মো. মহিদুল হাসানসহ অন্যান্য শিক্ষক, আইটি সেল, একাডেমিক ও বৃত্তি শাখা এবং জনসংযোগ ও প্রকাশনা শাখার কর্মকর্তাবৃন্দ।
হাবিপ্রবি'র সমাবর্তনের জন্য মোট ৮ হাজার ৩৩ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন।