বাসস
  ৩১ অক্টোবর ২০২৫, ১৯:৪৩
আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ২০:৪১

কিডস টাইমের অষ্টম বর্ষপূর্তি উদযাপন

কিডস টাইম’ উদযাপন করেছে এর অষ্টম বর্ষপূর্তি। ছবি: বাসস

ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৫ (বাসস) : শিশুদের জন্য আনন্দময় ও সৃজনশীল শেখার পরিবেশ গড়ে তুলতে কাজ করা আফটার-স্কুল প্রোগ্রাম ‘কিডস টাইম’ উদযাপন করেছে এর অষ্টম বর্ষপূর্তি।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর ধানমণ্ডি শাখায় আয়োজিত এই অনুষ্ঠানে অনলাইন ও অফলাইন মিলিয়ে প্রায় ৫০০ শিক্ষার্থী অংশ নেয়। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন- কিডস টাইমের ধানমণ্ডি, খিলগাঁও, সাভার, রাজশাহী ও কিশোরগঞ্জ শাখার শিক্ষার্থীরা, পাশাপাশি বিভিন্ন সহযোগী প্রি-স্কুলের শিশুরাও।

অনুষ্ঠানে ছিল শিশুদের অংশগ্রহণমূলক নানা কার্যক্রম ও সাংস্কৃতিক পরিবেশনা। উৎসবের গিফট পার্টনার ছিল গুফি, বেভারেজ পার্টনার আরাম এবং লার্নিং পার্টনার হিসেবে অংশ নেয় টিচার্স টাইম।

২০১৬ সালে যাত্রা শুরু করা কিডস টাইম এখন পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত ও প্রবাসে বসবাসরত ৫ হাজারেরও বেশি শিশুর কাছে পৌঁছেছে। খেলার মাধ্যমে শেখার এই উদ্ভাবনী পদ্ধতিতে প্রতিষ্ঠানটি শিশুদের জন্য আর্ট, স্টোরিটেলিং, সিঙ্গাপুর ম্যাথ ও কমিউনিকেশন স্কিলসহ নানা কোর্স পরিচালনা করছে।

কিডস টাইমের প্রতিষ্ঠাতা তাহমিনা রহমান সাথী বলেন, ‘শিশুরা যখন শেখার আনন্দ উপভোগ করে, তখনই তা সবচেয়ে কার্যকর হয়ে ওঠে। আমাদের লক্ষ্য সবসময়ই ছিল প্রতিটি শিশুর মধ্যে কৌতূহল, সৃজনশীলতা ও আত্মবিশ্বাস গড়ে তোলা। আগামী দিনগুলোতে আমরা আরও বেশি পরিবারের কাছে এই আনন্দময় শিক্ষার অভিজ্ঞতা পৌঁছে দিতে চাই।’

নবম বছরে পদার্পণ করে কিডস টাইম এখন আরও বিস্তৃত পরিসরে শিশুদের জন্য কৌতূহল, আত্মবিশ্বাস ও আনন্দভিত্তিক শিক্ষার পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছে।