শিরোনাম

চট্টগ্রাম, ৩১ অক্টোবর, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের মিরসরাইয়ে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১ হাজার ৯০০ পিস ইয়াবাসহ দুইযাত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজারের পেকুয়া উপজেলার শীলখালী এলাকার বিধু কুমার শীল (৫৬) এবং একই জেলার রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের বিমল ধর (৫৫)।
আজ শুক্রবার ভোররাতে মিরসরাই পৌরসভার তারাকাটিয়া এলাকায় চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত দেড়টার দিকে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের তারাকাটিয়া এলাকায় এস আলম পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় পুলিশ। এ সময় বাসের দুই যাত্রীকে সন্দেহজনক আচরণের কারণে তল্লাশি করা হয়। এসময় দু’জনের কাছ থেকে ৯৫০ পিস করে মোট ১ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৭০ হাজার টাকা।
মিরসরাই থানার ওসি আতিকুর রহমান বলেন, যাত্রী বেশে চট্টগ্রাম থেকে ঢাকায় ইয়াবা নিয়ে যাচ্ছিল দুই কারবারি। গোপন সংবাদের ভিত্তিতে বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।