বাসস
  ৩১ অক্টোবর ২০২৫, ১২:২০

মোল্লাহাটে আইনশৃঙ্খলা কমিটির সভা

ছবি : বাসস

বাগেরহাট, ৩১ অক্টোবর, ২০২৫ (বাসস): জেলার মোল্লাহাটে উপজেলা আইনশৃঙ্খলা বিষয়ক  কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন মোল্লাহাট থানার ওসি মো. ফজলুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাসান আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মতিয়র রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. উসমান হামিদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ সাহেদ আলী, প্রেসক্লাব মোল্লাহাটের সহ-সভাপতি মো. আব্দুল্লাহ ফারুকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং চোরাচালান, মাদক নির্মূল, সামাজিক অপরাধ দমন ও জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করা হয়।

ইউএনও শ্যামানন্দ কুন্ডু বলেন, সুশাসন প্রতিষ্ঠা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় সকলের সমন্বিত সহযোগিতা প্রয়োজন।

সভায় উপস্থিত প্রতিনিধিরা নিজ নিজ এলাকার সমস্যা ও পরামর্শ তুলে ধরেন। তারা সমস্যা সমাধানে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।