শিরোনাম

পঞ্চগড়, ৩১ অক্টোবর, ২০২৫ (বাসস): টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে পঞ্চগড়ের জনজীবন। শহর ও গ্রামাঞ্চলের অনেক নিচু এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। গত ২৪ ঘণ্টায় ৮৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এখানে।
আজ শুক্রবার সকালে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র এই বৃষ্টিপাত রেকর্ড করে। এদিন সকালে দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ।
আবহাওয়া অফিস বলছে, বৃষ্টিপাতের এই ধারাবাহিকতা আগামী দু’ থেকে তিন দিন অব্যাহত থাকতে পারে। বৃষ্টি কেটে গেলে উত্তরাঞ্চলে শীতের ভরপুর অনুভূতি শুরু হবে।
এদিকে, অসময়ের এই বৃষ্টির কারণে জেলার বিভিন্ন এলাকার কাঁচা সড়ক কাদামাটিতে পরিণত হয়েছে। চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বাধ্য হয়ে ঘরবন্দি সময় কাটাচ্ছেন তারা। এছাড়া টানা বৃষ্টিতে ফসলের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, সাগরে নিম্নচাপ চলছে। আগামী দু’ থেকে তিন দিন ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। চলমান বৃষ্টি শেষে এ অঞ্চলে দ্রুত তাপমাত্রা হ্রাস পেতে পারে। ফলে অনেক শীতের অনুভূতি শুরু হবে।