বাসস
  ৩০ অক্টোবর ২০২৫, ১৮:৩৭
আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ১৯:১৯

শাপলা কলি যুক্ত করে ইসির প্রতীক তালিকা হালনাগাদ, গেজেট প্রকাশ

ফাইল ছবি

ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৫ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য প্রতীকের তালিকা হালনাগাদ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগের ১১৫টি প্রতীকের মধ্য থেকে কয়েকটি বাদ দিয়ে নতুন করে ‘শাপলা কলি’-র পাশাপাশি আরও কয়েকটি প্রতীক যুক্ত করে মোট ১১৯টি প্রতীকের গেজেট প্রকাশ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত ‘নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’-এর অধিকতর সংশোধন সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।

গেজেটে বলা হয়েছে, ‘রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২’-এর আর্টিকেল ৯৪-এ প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন কমিশন ‘নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’-এর নিম্নরূপ অধিকতর সংশোধন করেছে। বিধি ৯-এর উপ-বিধি (১) এর পরিবর্তে নতুন উপ-বিধি (১) প্রতিস্থাপন করা হয়েছে, যেখানে বলা হয়েছে: “এই বিধির অন্যান্য বিধান সাপেক্ষে, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অনুচ্ছেদ ২০-এর দফা (১)-এর অধীন স্থগিতকৃত প্রতীক ব্যতীত নিম্নবর্ণিত প্রতীকসমূহ হতে প্রাপ্যতা সাপেক্ষে যেকোনো একটি প্রতীক বরাদ্দ করা যাইবে।”

ইসি সূত্রে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর ১১৫টি প্রতীক তালিকাভুক্ত করা হয়েছিল। আজকের গেজেটে সেখান থেকে কয়েকটি বাদ দিয়ে এবং নতুন প্রতীক যুক্ত করে তালিকাটি ১১৯টিতে উন্নীত করা হয়েছে।

নতুন প্রতীকের মধ্যে ‘শাপলা কলি’-র পাশাপাশি আরও কয়েকটি প্রতীক যুক্ত হয়েছে, যা দল ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে চাহিদা এবং প্রতীক সংকট মোকাবিলায় সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

তবে ‘নৌকা’ প্রতীকটি বর্তমানে স্থগিত রয়েছে বলে গেজেটে উল্লেখ করা হয়েছে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচন পরিচালনা বিধিমালার সংশোধন মূলত প্রতীক ব্যবস্থাকে আরও আধুনিক, বৈচিত্র্যময় ও প্রতিযোগিতামূলক করতেই করা হয়েছে। প্রার্থীদের মধ্যে প্রতীকের সংকট দেখা দিলে কিংবা নতুন নিবন্ধিত দলকে প্রতীক বরাদ্দ দিতে হলে এই বাড়তি প্রতীকগুলো ব্যবহার করা হবে।

এছাড়া প্রতীক বরাদ্দের ক্ষেত্রে স্বচ্ছতা ও মানদণ্ড নিশ্চিত করতে গেজেট প্রকাশের মাধ্যমে নির্বাচন কমিশনের ওয়েবসাইটেও সম্পূর্ণ তালিকা হালনাগাদ করা হয়েছে।

ইসি সচিবালয় জানিয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার ও প্রার্থীদের মধ্যে সচেতনতা তৈরির জন্য প্রতীক-ভিত্তিক তথ্য প্রচারেও উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতীক বরাদ্দ প্রক্রিয়া সম্পন্ন হলে প্রার্থীরা তা ব্যবহার করে প্রচার চালাতে পারবেন।