শিরোনাম

খুলনা, ২৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : জলবায়ু পরিবর্তনের ফলে বাস্তুচ্যুত শিশুদের মধ্যে শিশুশ্রম ও শোষণ প্রতিরোধে বহুমুখী উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। এক কর্মশালায় তারা জলবায়ু সহনশীল জীবিকা গড়ে তোলা, জনসচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় জোরদারের গুরুত্বও তুলে ধরেন।
আজ বুধবার খুলনার রূপসা স্ট্র্যান্ড রোডের মাইকেল এ. ডি রোজারিও মিলনায়তনে ‘সুন্দরবন অঞ্চলে শিশুদের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব ও ঝুঁকি’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কারিতাস বাংলাদেশ, খুলনা অঞ্চল এই কর্মশালার আয়োজন করে। এটি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নে বাস্তবায়িত ‘ক্লাইমেট-ইনডিউসড মাইগ্রেশন অ্যান্ড মডার্ন স্লেভারি (সিআইএমএমএস)’ প্রকল্পের অংশ হিসেবে আয়োজন করা হয়।
কারিতাস খুলনার আঞ্চলিক পরিচালক আলবিনো নাথ কর্মশালায় সভাপতিত্ব করেন এবং পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগের পরিচালক মো. সাদিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি অংশগ্রহণকারীদের উদ্দেশে বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে শিশুদের জীবন ও নিরাপত্তা ক্রমাগত ঝুঁকির মুখে পড়ছে।
তিনি শিশু সুরক্ষায় আরও শক্তিশালী পদক্ষেপ গ্রহণ এবং আইন প্রয়োগকারী সংস্থা, সমাজসেবা অধিদপ্তর ও উন্নয়ন সংস্থার মধ্যে অধিকতর সমন্বয়ের আহ্বান জানান।
কারিতাসের গবেষকরা তাদের উপস্থাপনায় বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সুন্দরবন অঞ্চলের শিশুরা স্কুল থেকে ঝরে পড়ছে, শিশুশ্রমে নিযুক্ত হচ্ছে, নিরাপদ স্থানান্তর থেকে বঞ্চিত হচ্ছে এবং ঋণ-দাসত্বের শিকার হচ্ছে।
নারী ও কিশোরীদের জীবিকা হারানো এবং চরম আবহাওয়া পরিস্থিতির কারণে অতিরিক্ত ঝুঁকির মুখে পড়ার তথ্যও তুলে ধরা হয়।
কর্মশালায় বক্তারা শিশু সুরক্ষা জোরদার, জলবায়ু সহনশীল জীবিকা উন্নয়ন এবং সরকারি সংস্থা ও উন্নয়ন সংগঠনগুলোর মধ্যে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সুন্দরবন অঞ্চলের ঝুঁকিপূর্ণ শিশুদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানান।