শিরোনাম

ঢাকা, ২৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর ‘রিসার্চ প্রোপোজাল রাইটিং এন্ড গ্র্যান্ট একুইজিশন’ শীর্ষক কর্মশালা আজ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) এই কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো.শওকত আলী।
কর্মশালায় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো. তাজুল ইসলাম। গবেষণা প্রস্তাবনা বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর সেন্টার ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট এর ভিজিটিং রিসার্চ ফেলো ড. হাসিব মো. ইরফানুল্লাহ। এছাড়াও বক্তব্য রাখেন রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. আব্দুল লতিফ।
উক্ত কর্মশালায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
এ সময় বেরোবি আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মো. আব্দুর রকিব এবং মো. সজিব মিয়া উপস্থিত ছিলেন।