বাসস
  ২৯ অক্টোবর ২০২৫, ১৬:৪০

দিনাজপুরে হাবিপ্রবি’তে ভর্তি পরীক্ষা আগামী ২৬-২৮ জানুয়ারি 

দিনাজপুর, ২৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) -এর  ২০২৬ শিক্ষাবর্ষে লেভেল-১, সেমিস্টার-১ এ শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা আগামী ২৬, ২৭ ও ২৮ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে। 

আজ বুধবার বিকাল সাড়ে ৩ টাশ দিনাজপুর হাবিপ্রবি’র জনসংযোগ বিভাগের পরিচালক মো. খাদেমুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। 

জনসংযোগ পরিচালক জানান, আজ বুধবার দুপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্যের কার্যালয়ে শিক্ষক পরিষদের বৈঠক শেষে ভর্তি পরীক্ষা বিষয়ে এ ঘোষণা প্রদান করা হয়।

হাবিপ্রবি'র জনসংযোগ ও প্রকাশনা শাখা সূত্রে জানা গেছে, ভর্তি পরীক্ষার বিস্তারিত সূচি, আবেদন প্রক্রিয়া, আসন বণ্টন, ইউনিট ভিত্তিক বিষয় বিন্যাস ও প্রয়োজনীয় নির্দেশনা পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, জনসংযোগ ও প্রকাশনা শাখার অফিসিয়াল ফেসবুক পেইজ এবং জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে প্রকাশ করা হবে।