বাসস
  ২৮ অক্টোবর ২০২৫, ১৮:১৭

শিগগিরই বেরোবি ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ: উপাচার্য

ছবি : বাসস

রংপুর, ২৮ অক্টোবর, ২০২৫ (বাসস): বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী জানিয়েছেন, খুব শিগগিরই শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে কেন্দ্রীয় ও হল ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের রোডম্যাপ ঘোষণা করা হবে। কমিশন গঠনসহ কারিগরি প্রস্তুতি নিয়ে চলতি বছরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, ‘রাষ্ট্রপতি আমাদের নীতিমালা অনুমোদন দিয়েছেন। শিক্ষার্থীদের প্রতিশ্রুতি দিয়েছিলাম ৩১ অক্টোবরের মধ্যেই এটি পাস হবে, সেটি সময়ের আগেই হয়েছে। এখন আমরা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই।’ 

এদিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি)-এর কেন্দ্রীয় ও হল ছাত্র সংসদের গঠন ও পরিচালনা বিধিমালা-২০২৫ রাষ্ট্রপতির আদেশক্রমে অনুমোদিত হয়েছে।

আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নাঈমা খন্দকার স্বাক্ষরিত চিঠির মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনুমোদনের বিষয়টি জানানো হয়।

নীতিমালা অনুমোদন উপলক্ষে সিন্ডিকেট সভাকক্ষে আয়োজিত আজ এক মতবিনিময় সভায় ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিক, রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উপাচার্য এই সভায় সভাপতিত্ব করেন।