শিরোনাম

কুমিল্লা, ২৮ অক্টোবর ২০২৫ (বাসস): জেলায় আজ কুমিল্লা সিটি করপোরেশন এবং ‘আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্ন্যান্স প্রজেক্ট’ (ইউডিসিজিপি)- এর যৌথ উদ্যোগে শহরের টেকসই বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “কমিউনিটি মিটিং ফর রেইজিং পাবলিক অ্যাওয়ারনেস” শীর্ষক এক বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে দিনব্যাপী এ কর্মসূচির শুরুতে নিবন্ধন ও সচেতনতামূলক উপকরণ—টুপি, টি-শার্ট এবং পরিচ্ছন্নতার সরঞ্জাম বিতরণ হয়।
এ উপলক্ষে একটি র্যালি কুমিল্লা সিটি করপোরেশন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গুলবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মামুন, ইউডিসিজিপির’ টিম লিডার রেইমুন্ড গারিসিও গো এবং সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এরপর বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত হয় ইন্টার্যাকটিভ কমিউনিটি সেশন, যেখানে অংশগ্রহণকারীদের বর্জ্য আলাদা করা, উৎস পর্যায়ে বর্জ্য পৃথকীকরণের গুরুত্ব এবং অপরিচ্ছন্ন পরিবেশের স্বাস্থ্য ও পরিবেশগত প্রভাব সম্পর্কে ধারণা দেওয়া হয়। সেশনে শিক্ষামূলক লিফলেট বিতরণ করা হয় এবং হাতে-কলমে শেখার জন্য আয়োজন করা হয় “ওয়েস্ট সর্টিং গেম” বা বর্জ্য বাছাই খেলা।
এদিন সিটি করপোরেশনের কনজারভেন্সি দল নির্ধারিত এলাকাগুলোয় বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে।
একই সময়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘ক্লিন অ্যান্ড গ্রিন কুমিল্লা’ শীর্ষক অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিশুরা তাদের সৃজনশীলতার মাধ্যমে পরিচ্ছন্ন ও সবুজ শহরের স্বপ্ন ফুটিয়ে তোলে। পরে অঙ্কন ও বর্জ্য বাছাই প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।