শিরোনাম

মাদারীপুর, ২৮ অক্টোবর, ২০২৫ (বাসস): মাদারীপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসক আফছানা বিলকিস মতবিনিময় সভা করেছেন।
আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ডিসি আফছানা বিলকিস বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। আমি বিশ্বাস করি, প্রশাসন ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
তিনি বলেন, উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি সামাজিক সমস্যা, অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধেও সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে প্রশাসনের সহায়ক শক্তি হিসেবে কাজ করবেন।
এ সময় বক্তব্য দেন বেলাল রিজভী, শফিক স্বপন, রিপন চন্দ্র মল্লিক, সাগর হোসেন তামিম, আরাফাত হাসান প্রমুখ।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফাতিমা আজরিন তন্বী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ আশরাফুল আলম এবং পাঁচ উপজেলার শতাধিক সাংবাদিক।