বাসস
  ২৮ অক্টোবর ২০২৫, ১৪:১৫

খুবিতে সিসা দূষণ প্রতিরোধে মানববন্ধন ও র‌্যালি 

আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ে সচেতনতামূলক র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত

খুলনা, ২৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) সচেতনতামূলক র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার ‘কোনও মাত্রাই নিরাপদ নয়, সিসা দূষণ বন্ধে কাজ করার এখনই সময়’- এ স্লোগানে ইউনিসেফ বাংলাদেশ'র সহযোগিতা ও ইয়ুথনেট গ্লোবাল' এবং পিওর আর্থ বাংলাদেশ এ কর্মসূচির আয়োজন করে।

বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে অপরাজিতা ও বিজয় ২৪ হল প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয় স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয়। 

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ইয়ুথনেট গ্লোবাল খুলনা জেলার সমন্বয়কারী মো. হাবিবুল্লাহ মুগ্ধর সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্কুলের প্রধান শিক্ষক স্বর্ণকমল রায়, সহকারী শিক্ষক মোজাহিদুল ইসলাম, খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আলকামা রমিন প্রমুখ।

পরে বক্তারা শিশুদের সিসা দূষণ প্রতিরোধে সচেতনতার ওপর গুরুত্বারোপ করে বলেন, দ্রুত নগরায়ণ ও শিল্পায়নের ফলে বাতাস, পানি, খাবার, খেলনা, রঙ এবং রান্নার সামগ্রীতে সিসা দূষণ ভয়াবহভাবে বৃদ্ধি পাচ্ছে। 

এতে শিশুদের স্নায়বিক ও শারীরিক বিকাশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য গভীর হুমকি।

বক্তারা অবৈধ সিসা ব্যাটারি রিসাইক্লিং কারখানা দ্রুত বন্ধ ও খাদ্যসামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোতে প্রশাসনের কড়া নজরদারি বাড়ানোর আহ্বান জানান। তারা সিসা দূষণ প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধি ও কঠোর আইন প্রয়োগের দাবি জানান।