বাসস
  ২৮ অক্টোবর ২০২৫, ১৩:৩০

দিনাজপুরে এইচএসসির ফল পুনর্নিরীক্ষার আবেদন ৭১ হাজার

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ভবন। ছবি: বাসস

দিনাজপুর, ২৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : দিনাজপুর শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষার জন্য ৭১ হাজার ৭৬০টি আবেদন জমা পড়েছে।

এর মধ্যে ইংরেজি বিষয়ে আবেদন বেশি পড়েছে বলে বোর্ড কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।

আজ মঙ্গলবার দুপুর ১২ টায় দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. তৌহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় সীমা নির্ধারণ করা হয়েছিল। এই সময়ের মধ্যে প্রায় ২২ হাজার ১৪৪ জন শিক্ষার্থী ৭১ হাজার ৭৬০টি খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছেন। 

উল্লেখ, চলতি বছর দিনাজপুর শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় এক লাখ ৫ হাজার ৮৯১ জন পরীক্ষার্থী অংশ নেন। পাসের হার ৫৭ দশমিক ৪৯ শতাংশ। বিগত কয়েক বছরের মধ্যে এই শিক্ষাবোর্ডের সর্বনিম্ন পাসের হার বলে জানা যায়।

চলতি বছর দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮ জেলার ৪৩টি কলেজ থেকে একজন পরীক্ষার্থীও এইচএসসিতে উত্তীর্ণ হতে পারেনি। 

শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানায়, শতভাগ ফেল করা কলেজগুলোর কর্তৃপক্ষকে সতর্কীকরণের চিঠি প্রক্রিয়াধীন রয়েছে। আগামীতে ওই কলেজগুলো ফলাফল ভালো না করতে পারলে, বন্ধ ঘোষণা করা হবে।