শিরোনাম
ভোলা, ২২ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলায় কোস্ট গার্ড ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১ টায় কোস্টগার্ড বেইস ভোলা ও পুলিশের সমন্বয়ে ভোলা সদর থানাধীন শেরে বাংলা বাজার এবং ব্যাংকের হাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ওইসব এলাকায় তল্লাশি চালিয়ে ৩৫ হাজার টাকা মূল্যের ৭০ পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারিকে আটক করা হয়।
আটককৃতরা হলো-ইয়াবা কারবারি মো. সুমন ইব্রাহিম (২৯) ও মো. কামাল (৪২)।
কোস্ট গার্ডের এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকর্মীদের জানানো হয়, জব্দকৃত ইয়াবা এবং আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।
মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানায় কোস্ট গার্ড।