শিরোনাম
পিরোজপুর, ২২ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলার কাউখালী উপজেলায় আজ কিশোরীদের বাল্য বিয়ে বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবির আয়োজনে বুধবার বেলা সাড়ে ১১টায় "বাল্য বিয়েকে না বলি, সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি, করলে সঞ্চয় ২০০ টাকা সরকার দেবে ৪০০ টাকা" এ প্রতিপাদ্যে কাউখালী এস বি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এসবি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ। বিশেষ অতিথি ছিলেন, কাউখালী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো.মাসুম মিয়া।
এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সিনিয়র শিক্ষক ও একাডেমিক চিফ মো. মোস্তফা কামাল, শিক্ষিকা মুন্নি খানম, বিআরডিবির মাঠ সংগঠক মনিকা আক্তার প্রমুখ।
সহকারি পল্লী উন্নয়ন অফিসার সুব্রত বৈদ্য। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, প্রশিক্ষণ শেষে ছাত্রীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।