শিরোনাম
রাঙ্গামাটি, ২২অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলার লংগদু উপজেলার ভাসন্যা আদমে বন্যপ্রাণীর আক্রমণে নিহত ও আক্রান্তদের ক্ষতিপুরণের চেক প্রদান করা হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের আয়োজনে আজ বুধবার দুপুরে লংগদু উপজেলার ভাসন্যা আদম ইউনিয়নে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ।
এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. আবু সালেহ, জেলা ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি কর্মকর্তা ডা. মো. মঈনুল ইসলাম চৌধুরী, জেলা ভেটেরিনারি সার্জন ডা. দেবরাজ চাকমা, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সমাপন চাকমা, কাচালং মুখ বন শুল্ক ও পরীক্ষণ ফারির স্টেশন কর্মকর্তা মতিউর রহমান, ভাসন্যা আদম ইউপি চেয়ারম্যান হযরত আলী প্রমুখ।
এ সময় সভাপতি বলেন, বন্য প্রাণীর আক্রমণে নিহত ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের আবেদন পাওয়ার পর খুব দ্রুততার সহিত আমরা তাদের ক্ষতিপুরনের চেক হস্তান্তর করার চেষ্টা করি। তাছাড়া হাতি এবং মানুষের দ্বন্দ্ব নিরসনে বন বিভাগ নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি হাতির অভয়ারণ্য রক্ষার্থে সকলকে আন্তরিকভাবে কাজ করার আহবান জানান।
হাতির আক্রমনে ক্ষতিগ্রস্ত ১৬টি পরিবারের সদস্যদের মাঝে সর্বমোট ৭ লাখ ৫৮ হাজার টাকা প্রদান করা হয়।