বাসস
  ২১ অক্টোবর ২০২৫, ১৯:৩৫

নাটোরে টাইফয়েডের টিকাদান সফল করতে নারী সমাবেশ

ছবি : বাসস

নাটোর, ২১ অক্টোবর ২০২৫ (বাসস): জেলার নলডাঙ্গা উপজেলায় আজ টাইফয়েড-এর টিকাদান কার্যক্রম সফল করতে জেলা তথ্য অফিসের আয়োজনে জনসচেতনতামূলক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  

আজ মঙ্গলবার বিকাল চারটায় নলডাঙ্গা উপজেলার পুরুয়োত্তমবাটি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন নাটোরের সিভিল সার্জন ডা. মুহাম্মদ মুক্তাদির আরেফীন। 

ভারপ্রাপ্ত জেলা তথ্য কর্মকর্তা রেজওয়ান মোরশেদের সভাপতিত্বে এ সমাবেশে ভিডিও কলে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের উপ-পরিচালক ফাহিমা জাহান। 

এছাড়া বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল কুমার প্রমাণিক, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. সেকেন্দোর আলী, মো. মাহফুজুর রহমান ও মো. এনামুল হক প্রমুখ। 

গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রমের আওতায় আয়োজিত এই সমাবেশে শতাধিক নারী অংশগ্রহণ করেন।