বাসস
  ২১ অক্টোবর ২০২৫, ১৮:৩৫

নোয়াখালীতে যুব সংগঠনের মাঝে চেক বিতরণ

আজ নোয়াখালীতে যুব সংগঠনের মাঝে চেক বিতরণ। ছবি : বাসস

নোয়াখালী, ২১ অক্টোবর, ২০২৫ (বাসস) : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব কল্যাণ তহবিল থেকে নোয়াখালী জেলার নির্বাচিত যুব সংগঠনগুলোর অনুকূলে অর্থবছরের অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

নোয়াখালী যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আজ মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় জেলার বিভিন্ন উপজেলার নির্বাচিত ২২ টি সংগঠনের মাঝে ১১ লাখ ২৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

নোয়াখালী জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সাজ্জাদ হায়দার ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মুহাম্মদ ইসমাইল। বিশেষ অতিথি ছিলেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মো. লিয়াকত আকবর, জেলা ক্রীড়া কর্মকর্তা মাঈন উদ্দিন মিলকি, জেলা সমবায় কর্মকর্তা মুরাদ আহাম্মদ।

এ সময় অতিথিবৃন্দ বলেন, বর্তমান সরকার তরুণদের আত্মকর্মসংস্থানে উৎসাহিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে প্রদত্ত এ অনুদান তরুণ উদ্যোক্তা ও সংগঠনগুলোকে আরও গতিশীল করবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে। দেশের যেকোনো প্রয়োজনে যুব সংগঠনগুলোকে আমরা পেয়েছি এবং ভবিষ্যতেও পাবো।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার যুব সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।