বাসস
  ২১ অক্টোবর ২০২৫, ১৮:০৫

বাগেরহাটে জব্দকৃত জাল ধ্বংস

ফাইল ছবি

বাগেরহাট, ২১ অক্টোবর ২০২৫ (বাসস): জেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতের জব্দকৃত সাড়ে ৪ হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।  

সোমবার রাতে জেলা মৎস্য অফিসের আয়োজনে সদরের কেবি মৎস্য বাজার প্রাঙ্গণে জব্দকৃত এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। 

এর আগে, সোমবার দিনব্যাপী জেলার ভৈরব ও দড়াটানা নদীর বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে জেলেদের কাছ থেকে প্রায় সাড়ে চারহাজার মিটারের আটটি বেহুন্দিজাল উদ্ধার করা হয়। 

এ অভিযানকালে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুস্তাফিজুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা রাজকুমার বিশ্বাস, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফেরদৌস আনসারী প্রমুখ উপস্থিত ছিলেন।