বাসস
  ২১ অক্টোবর ২০২৫, ১৭:৫৯

চাঁদপুরে খাবার তৈরির চার প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরে আজ খাবার তৈরির চার প্রতিষ্ঠানকে জরিমানা। ছবি : বাসস

চাঁদপুর, ২১ অক্টোবর, ২০২৫ (বাসস) : বিএসটিআই এর মোড়কজাত নিবন্ধন সনদ ব্যতীত পণ্য বিক্রি করায় চাঁদপুরের মতলব দক্ষিণে খাবার তৈরির চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার বিকেলে মতলব বাজারে বিএসটিআই কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা।

বিএসটিআই কুমিল্লা অফিসের কর্মকর্তা প্রকৌশলী আমিনুল ইসলাম শাকিল বলেন, অভিযানে পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত ফার্মেন্টেড মিল্ক (দই) পণ্য বিক্রি করায় লক্ষ্মী নারায়ণ মিষ্টান্ন ভাণ্ডারের মালিককে ১০ হাজার টাকা, মধুবন সুইটমিট মালিককে ১০ হাজার টাকা, ভাই ভাই হোটেল এন্ড নন্দ কেবিন মালিককে ১০ হাজার টাকা এবং ঘোষ কেবিন মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর ছিলেন বিএসটিআই কুমিল্লা অফিসের কর্মকর্তা  প্রকৌশলী আমিনুল ইসলাম শাকিল, ফিল্ড অফিসার মো. হাফিজুর রহমান, পরিদর্শক (মেট্রোলজি) মো. শামস তাবরেজ ও মো. রাজিব ফকির।