বাসস
  ২১ অক্টোবর ২০২৫, ১৭:২৫

জয়পুরহাটে যুব সংগঠনের মধ্যে অনুদানের চেক বিতরণ 

জয়পুরহাটে আজ যুব সংগঠনের মধ্যে অনুদানের চেক বিতরণ । ছবি : বাসস

জয়পুরহাট, ২১ অক্টোবর ২০২৫ (বাসস): জেলায় আজ যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জেলার ১৩টি নির্বাচিত যুব সংগঠনের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অনুদানের এসব চেক বিতরণ করেন জয়পুরহাটের জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী।

জেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারি পরিচালক একেএম রওশন আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার যুব সংগঠনের সভাপতি, নির্বাহী পরিচালক সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারি পরিচালক একেএম রওশন আলম জানান, যুব কল্যাণ তহবিল থেকে জেলার ১৩টি নির্বাচিত যুব সংগঠনের মধ্যে মোট ৬ লাখ ৭৫ হাজার টাকার অনুদান বিতরণ করা হয়েছে। 

এরমধ্যে সদর উপজেলার ৮ টি, পাঁচবিবি উপজেলার ১ টি, কালাই উপজেলার ২ টি ও আক্কেলপুর উপজেলায় ২টি সহ সংগঠনের মধ্যে চেক বিতরণ করা হয়। 

তিনি জানান, যুবকদের আত্ম-কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মৎস্য চাষ, গবাদি পশু পালন, নার্সারি প্রভৃতি উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে এ অনুদান প্রদান করা হয়।