শিরোনাম
গোপালগঞ্জ, ২১ অক্টোবর ২০২৫ (বাসস): জেলার টুঙ্গিপাড়া উপজেলায় আজ প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উদ্যোগে এসব বীজ ও সার বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. খায়ের উদ্দিন মোল্যা।
এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক ড. মো. মামুনুর রহমান, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) মো. আবুল বাশার মিয়া, টুঙ্গিপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিঠুন সরকার সহ স্থানীয় কৃষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরকারের প্রণোদনা কর্মসূচীর আওতায় একহাজার ৫৭০ জন কৃষকের মধ্যে খেসারি, মসুর ও সরিষা ফসলের জন্য বীজ ও সার বিতরণ করা হয়। জনপ্রতি খেসারি বীজ ৮ কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ৫ কেজি। সরিষা চাষের জন্য জনপ্রতি এককেজি বীজ, ডিএপি ১০ কেজি ও এমওপি সার ৫ কেজি এবং মসুর চাষের জন্য জনপ্রতি দুইকেজি বীজ, ডিএপি সাড়ে ১০ কেজি ও এমওপি সার ৫ কেজি করে দেওয়া হয়।