বাসস
  ২১ অক্টোবর ২০২৫, ১৬:০১

রাজশাহীতে নকল ক্রিম বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

রাজশাহীর চারঘাট উপজেলায় নিষিদ্ধ ঘোষিত স্কিন ক্রিম বিক্রি করায় দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা। ছবি: বাসস

রাজশাহী, ২১ অক্টোবর, ২০২৫ (বাসস) : রাজশাহীর চারঘাট উপজেলায় নিষিদ্ধ ঘোষিত স্কিন ক্রিম বিক্রি করায় দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। 

আজ মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) উদ্যোগে চারঘাট বাজারে এ অভিযান চালানো হয়।

বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ জানান, অভিযানে বিএসটিআই’র অনুমোদনবিহীন, নকল ও নিষিদ্ধ ঘোষিত স্কিন ক্রিম এবং সনদবিহীন হেয়ার অয়েল, লিপস্টিক বিক্রি-বিতরণ করায় মেসার্স শিমুল প্রসাধনীকে ৬ হাজার টাকা এবং মেসার্স জুয়েল কসমেটিকস এন্ড হাসিনা স্টোরকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে প্রায় ১০ হাজার টাকা সমমূল্যের নিষিদ্ধ কসমেটিকস পণ্যসমূহ জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান। প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। 

এ সময় উপস্থিত ছিলেন চারঘাট থানা পুলিশ এর সদস্যবৃন্দ। জনস্বার্থে বিএসটিআই, রাজশাহীর এ ধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।