শিরোনাম
পিরোজপুর, ২১ অক্টোবর, ২০২৫ (বাসস) : পিরোজপুরে বিভিন্ন সময়ে চুরি হওয়া মোট ২৯টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ। এ সময় উদ্ধারকৃত নগদ ২৬ হাজার ১৮০ টাকাও হস্তান্তর করা হয়। এছাড়া ৩টি ফেইক ফেসবুক একাউন্ট শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের (পিপিএম) আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব মোবাইল ও টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন।
ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে, জেলা পুলিশের আইসিটি ও মিডিয়া শাখার সদস্যরা জেলার বিভিন্ন থানার ওসিদের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন। অভিযানে নাজিরপুর, ভান্ডারিয়া, নেছারাবাদ, ইন্দুরকানী, মঠবাড়িয়া ও কাউখালী থানার এলাকাগুলো থেকে হারানো মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।
অন্যদিকে, সোমবার রাতে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি টিম ভান্ডারিয়া থানার তেলিখালী ইউনিয়নের গোলবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে একটি প্রতারক চক্রের ৪ সদস্যকে আটক করে। তারা দীর্ঘদিন ধরে কুরিয়ার সার্ভিস ডেলিভারিম্যান সেজে মোবাইল ও টাকা হাতিয়ে আসছিল। এ সময় তাদের কাছ থেকে ২৬, হাজার ১৮০ টাকা উদ্ধার করা হয়।
ভুক্তভোগীরা তাদের হারানো মোবাইল ও টাকা ফিরে পেয়ে জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
পুলিশ সুপার জানিয়েছেন, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে তারা সর্বদা তৎপর থাকবেন।