শিরোনাম
মেহেরপুর, ২১ অক্টোবর, ২০২৫ (বাসস) : মেহেরপুরের মুজিবনগর উপজেলার রতনপুর-রশিকপুরের স্লুইস গেটে ভৈরব নদে গোসল করতে নেমে নিখোঁজের ছয় ঘণ্টা পর দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার রাত ৮টার দিকে একজনের এবং রাত সাড়ে ৮টার দিকে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থল থেকে আরেকজনের মরদেহ উদ্ধার করে।
ওই দুই শিক্ষার্থী হলেন, মেহেরপুর সদর উপজেলার আমদহ গ্রামের মাহির হোসেনের ছেলে কৌশিক আহমেদ (১৮) এবং টেংরামারি গ্রামের হান্নান শেখের ছেলে তানভীর হোসেন নিলয় (১৮)।
তানভীর হোসেন নিলয় মেহেরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। কৌশিক আহমেদ স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করতেন।
স্থানীয়রা জানান, সোমবার দুপুর ২টার দিকে কয়েকজন বন্ধু মিলে রশিকপুর স্লুইস গেটে গোসল করতে যান। এ সময় নদীতে স্রোত বেড়ে গেলে তানভীর ও কৌশিক তলিয়ে যায়। সহপাঠী ও আশপাশের লোকজন উদ্ধারের চেষ্টা করেও তাদের খুঁজে পাওয়া যায়নি।
খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়ে উদ্ধার করতে না পেরে খুলনা ডুবুরি দলকে খবর দেওয়া হয়।
খুলনা থেকে ডুবুরি দল সন্ধ্যা ৭টার দিকে ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে তাদের মরদেহ উদ্ধার করে।
মুজিবনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সেলিম রেজা জানান, নদীতে পানির স্রোত বেশি থাকায় তাদের পক্ষে উদ্ধার কাজ ব্যাহত হলে খুলনা ডুবুরি দলকে খবর দেন তারা। খবর পেয়ে খুলনা থেকে বিশেষ ডুবুরি দল সন্ধ্যা ৭টার দিকে ঘটনাস্থলে পৌঁছে। প্রায় দেড় ঘণ্টা পর ডুবুরি দল তাদের মৃতদেহ উদ্ধার করে।
তথ্য নিশ্চিত করে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, রাতেই মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।