বাসস
  ২১ অক্টোবর ২০২৫, ১২:২৯

রাউজানে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে ব্যবসায়ী নিহত

প্রতীকী ছবি

চট্টগ্রাম উত্তর (রাউজান), ২১ অক্টোবর, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের রাউজানে কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

আজ মঙ্গলবার ভোরে রাউজান উপজেলার গহিরা-হেঁয়াকো সড়কের সংযোগস্থল গহিরা দলইনগর আতুরন্নিঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সবজি ব্যবসায়ী নাজিম উদ্দীন (৪৪) রাউজানের চিকদাইর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইদ্রিস মিয়ার ছেলে। তিনি তিন কন্যা সন্তানের জনক।

ঘটনা সূত্রে জানা যায়, নাজিম সকালে সবজি আনতে সিএনজি করে চট্টগ্রাম নগরীতে যাচ্ছিলেন। এ সময় মুরগির বাচ্চাবাহী একটি কাভার্ডভ্যান তাদের সিএনজিটিকে ধাক্কা দিলে এটি সড়ক থেকে ধানক্ষেতে পড়ে যায়। 

কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। এতে নাজিম ঘটনাস্থলেই নিহত হন। আহত হন তিন যাত্রীকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি জব্দ করা হয়েছে।