শিরোনাম
নাটোর, ২১ অক্টোবর ২০২৫ (বাসস) : জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের নিবন্ধিত ১১টি সফল যুব সংগঠনকে পাঁচ লাখ ৭৫ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়েছে।
নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন আজ মঙ্গলবার সকাল দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব চেক হস্তান্তর করেন ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মোখলেছুর রহমান।
মো. মোখলেছুর রহমান জানান, যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে নির্বাচিত ১১টি যুব সংগঠনের মধ্যে একটিকে ৭৫ হাজার টাকা এবং অন্য ১০টিকে ৫০ হাজার টাকা করে এককালীন অনুদান প্রদান করা হয়েছে।