শিরোনাম
পিরোজপুর, ২১ অক্টোবর, ২০২৫ (বাসস): পিরোজপুরের জিয়ানগর উপজেলার পত্তাশী বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসি বাংলায় দেওয়া সাক্ষাৎকারটি প্রদর্শন করা হয়েছে।
একই সঙ্গে তার ঘোষিত রাষ্ট্র কাঠামো বিনির্মাণে ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালিত হয়েছে।
এ আয়োজনের উদ্যোক্তা ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক, সাংবাদিক নেতা ও পিরোজপুর-১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী হাফিজ আল আসাদ সাঈদ খান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবদলের পিরোজপুর জেলা শাখার সহ আইন বিষয়ক সম্পাদক এস. এম. আল ইমরান।
তারেক রহমানের সাক্ষাৎকার দেখতে সেখানে জড়ো হন বিএনপির স্থানীয় নেতাকর্মী ও সমর্থকসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ। পরে রাষ্ট্র মেরামতের ৩১ দফা বিষয়ে সচেতনতামূলক আলোচনা ও লিফলেট বিতরণ করা হয়।
তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা ও জনগণের রাষ্ট্র গঠনের লক্ষ্যে এই কর্মসূচি পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়নেও হবে।
বিএনপি মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।